চৌদ্দগ্রাম(কুমিল্লা)প্রতিনিধি:–
ইসলামী আন্দোলন বাংলাদেশ চৌদ্দগ্রাম শাখার উদ্যোগে মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল গত ৭ই জুলাই মঙ্গলবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। চৌদ্দগ্রাম উপজেলা শাখা অফিসে আয়োজিত উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা পূর্ব শাখার সাধারন সম্পাদক হযরত মাও: নূর হোছাইন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা মুজাহিদ কমিটির সাধারন সম্পাদক খন্দকার এম এ হাসেম। এতে সভাপতিত্ব করেন মাওলানা নূর আহম্মদ। মাওলানা আশরাফ আলীর পরিচালনায় এ সময় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন হাফেজ জোবায়ের, মাওলানা আজিজুল হক, মাও: আবুল কালাম আজাদ, মো: আনোয়ার হোসেন রুমী, মোঃ দেলোয়ার হোসন প্রমুখ। আলোচনা শেষে মাওলানা আজিজুল হক আনসারীর মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
