সৌরভ মাহমুদ হারুন :–
রোববার রাতে কুমিল্লার ডিবি পুুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জেলার চৌদ্দগ্রাম উপজেলার বসন্তপুর গ্রামে অভিযান চালিয়ে মাটির নীচ থেকে ৬৫ বোতল ভারতীয় বিয়ার সহ এক মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করে।
ডিবি অফিসার ইনর্চাজ জানায় রোববার রাত পৌনে ৯ টায় কুমিল্লার ডিবি’র পুলিশের এস আই জিল্লুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে জেলার চৌদ্দগ্রাম উপজেলার বসন্তপুর হাজী বাড়ি গ্রামের সুজনের ঘরের খাটিয়ার নীচে ৩টি প্লাষ্টিকের বস্তায় রক্ষিত অবস্থায় ৬৫ বোতল ভারতীয় বিয়ার উদ্ধার করে। এসময় মাদক ব্যবসায়ী সুজনের স্ত্রী আয়েশা আক্তার (২০) কে আটক করে চৌদ্দগ্রাম থানা পুলিশে সোপর্দ করে। এব্যপারে চৌদ্দগ্রাম থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করে।

?????????????