আলমগীর হোসেন, দাউদকান্দি :–
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দির ইলিয়টগঞ্জে ট্রাক ও কার্ভাডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত এবং ৩ জন আহত হয়েছে। ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মোঃ মামুন আহমেদ জানান, আজ সোমবার বিকালে মহাসড়কের দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ এলাকায় ঢাকাগামী একটি ট্্রাকের সাথে বিপরীতগামী কার্ভাডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় গাড়ির চালক ও হেলপার গুরুতর আহত হয়। আহতের গৌরীপুর হাসপাতালে নিলে ট্্রাক চালক নুরুল হক (৬০) মারা যায়। দুঘর্টনা কবলিত গাড়ি ও লাশ ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির হেফাজতে।
