সৌরভ মাহমুদ হারুন :–
উপ-মহাদেশের প্রখ্যাত অলিয়ে কামেলের আবাসস্থল কুমিল্লার বুড়িচং উপজেলার বারেশ্বর দরবার শরীফের উদ্যোগে সোমবার বাদ আছর দরবার প্রাঙ্গনে রমজানের তাৎপর্য ও গুরুত্ব নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত দরবার শরীফের গদ্দীনশীন পীর হযরত মাও. সাইফুল ইসলাম লোদী পীর সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহে রমজানের তাৎপর্য ও গুরুত্ব নিয়ে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণপাড়ার সাহেবাবাদ ইসলামিয়া ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাও. মো. আব্দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিতাস হরিপুর মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাও. সোলায়মান আনসারী। আমন্ত্রিত মেহমান হিসেবে ছিলেন বারেশ্বর দক্ষিণপাড়া জামে মসজিদের ইমাম হযরত মাও. মো. জাহাঙ্গীর আলম, বারেশ্বর তালতলা জামে মসজিদের ইমাম হযরত মাও. মো. ইসমাইল হোসেন, মাও.আবুল কালাম আজাদ, মাও. আ: লতিফ, মো. সোহরাব হোসেন সহ দরবারের বিভিন্ন ভক্ত আশেকান বৃন্দ। সভায় বক্তারা পবিত্র মাহে রমজানের গুরুত্ব তাৎপর্য ও উক্ত রমজান থেকে আমাদের প্রাত্যহিক ও আধ্যত্মিক এবং ধর্মীয় শিক্ষা নিয়ে বিশদ আলোচনা করেন।
