মো. আলাউদ্দিন :–
কুমিল্লার নাঙ্গলকোটের চাঁন্দগড়া গ্রামে বিদ্যুৎ সংযোগ দেওয়ার নামে অবৈধভাবে টাকা উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। চাঁন্দগড়া গ্রামবাসীর পক্ষ্যে ইউপি সদস্য ছালে আহম্মদ ভূঁইয়া ও চাঁনমিয়া সরকার এ ব্যাপারে স্থানীয় সাংসদ ও পরিকল্পনামন্ত্রী আহম মুস্তফা কামাল (লোটাস কামাল) এর নিকট একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়- একই গ্রামের আ’লীগ নেতা মজিবুল হক, এটিও নুরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল বাশার জয় ও সাহাব উদ্দিন বিদ্যুৎ সংযোগ দেওয়ার নাম করে গ্রাহক প্রতি ৫ হাজার থেকে শুরু করে ১১ হাজার টাকা পর্যন্ত আদায় করেছেন। এছাড়া একই গ্রামের মোবারক হোসেন ডিলার ওয়ারিং রিপোর্ট বাবদ প্রত্যেকের কাছ থেকে আরও ১ হাজার টাকা করে আদায় করেন।
এমন অভিযোগ পাওয়ার পর স্থানীয় সাংসদ ও পরিকল্পনামন্ত্রী আহম মুস্তফা কামাল চাঁন্দগড়া গ্রামের বিদুৎ সংযোগ উদ্বোধন স্থগিত করে বিদ্যুৎ সংযোগ দেওয়ার নামে অবৈধভাবে টাকা আদায়কারীদের আইনের আওতায় এনে গ্রাহকদের টাকা ফিরিয়ে দেওয়ার আশ্বাস দেন।