শাহ মোঃ নুরুল আলম :–
লাকসাম উপজেলা বাচাইকৃত ইউনিয়ন পর্যায়ে শিক্ষিত নারীদেরকে নিয়ে সোসাইটি ফর ব্রাইট সোস্যাল সাভির্সেস এর আয়োজনে ১৫দিন ব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে ১জুলাই উপজেলা বাকই ইউপির বরইগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ে লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় বিশেষজ্ঞ কম্পিউটার শিক্ষক দ্বারা এ কোর্সটি পরিচালিত হচ্ছে। বাকই ইউপি চেয়ারম্যান আবদুল আউয়ালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সফিউল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মহব্বত আলী, সোসাইটি ফর ব্রাইট সোস্যাল সাভির্সের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন, নির্বাহী পরিচালক ফেরদাউস আহমেদ, সিনিয়র কনসালটেন্ট ইঞ্জিনিয়ার গুলিস্থা খাঁ প্রমুখ।
