মো. হাবিবুর রহমান :–
কুমিল্লার মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন শুক্রবার উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হয়। নহল চৌমুহনী বাজার মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সদস্য নজরুল ইসলাম খান। সম্মেলনটি উদ্বোধন করেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আতিকুর রহমান হেলাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক খাইরুল আলম সাধন, স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি নূরে আলম সিদ্দিকী, এমদাদুল হক খোকন, আবুবকর সবুজ, মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন বেলাল, সহসাংগঠনিক সম্পাদক মিয়া মোহাম্মদ মাসুম, ধর্মবিষয়ক সম্পাদক আজমাল হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ডের সভাপতি মোর্শেদ খান, ক্রীড়া সম্পাদক সোহেল রানা, অর্থ সম্পাদক শাহজাহান সরকার, সদস্য সেলিম মিয়া, সভাপতি প্রার্থী মাইনুল ইসলাম, সাইফুল ইসলাম, বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক প্রার্থী নূর মোহাম্মদ, আল আমিন, আবুল হোসেন, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি বশিরুজ্জামান, জসিম উদ্দিন, প্রচার সম্পাদক আলা উদ্দিন, সদস্য মোস্তফা জামান সরকার, সফিকুর রহমান, ওমর ফারুক মানিক ও মুক্তিযোদ্ধা হারুনুর রশীদ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন জাফেজ বাতী বিল্লাহ।