লাকসাম প্রতিনিধি :–
কুমিল্লার লাকসামে মুদাফ্ফরগঞ্জে এক ইটভাটা মালিকের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের কর ফাঁকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, ওই বাজারে অবস্থিত মেসার্স কামরুজ্জামন ব্রিকফিল্ড মালিক মোস্তফা জামান লিটন গত ৬বছরের ইউনিয়ন পরিষদের কর পরিশোধ করতে ব্যর্থ হয়।
সরেজমিনে গিয়ে জানা যায়, ইটভাটা মালিক লিটন বিগত ১২ বছর যাবত এই ইটভাটি বেআইনিভাবে পরিচালনা করে আসছে। সম্প্রতি জেলা পরিবেশ অধিদপ্তর তার সকল কাগজ পত্রাদি না পেয়ে এবং নিম্মমানের ইট তৈরী করার অভিযোগ তুলে বন্ধ ঘোষণা করেন।
এ বিষয়ে মুদাফ্ফরগঞ্জ ইউপি চেয়ারম্যান মোঃ শাহ আলম বলেন, প্রতিষ্ঠানটিকে একাধিকবার নোটিশ দেয়ার পরও পরিষদের বকেয়া কর পরিশোধ করতে ব্যর্থ হয়। অচিরেই ইউনিয়ন পরিষদের ম্যানুয়াল অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযুক্ত ইটভাটা মালিককে একাধিকবার ফোন দিলেও সে ফোন রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
