সৌরভ মাহমুদ হারুন :–
বুধবার কুমিল্লার বুড়িচং উপজেলার সদরের প্রান কেন্দ্রে অবস্থিত আলহাজ্ব আমেনা খাতুন মহিলা কলেজের মিলনায়তনে একাদশ শ্রেনীর ২০১৫-২০১৬ ইং শিক্ষা বর্ষের উদ্বোধনী ক্লাশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব আমেনা খাতুন মহিলা কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি প্রকৌশলী মো.ফরিদ উদ্দিন।
প্রভাষক মো.জাকারিয়া খানের পরিচালনায় আলহাজ্ব আমেনা খাতুন মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো.নজরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির সদস্য বিশিষ্ট শিক্ষানুরাগী বিষ্ণু কুমার ভট্টাচার্য্য, বিশিষ্ট ব্যাবসায়ী আলহাজ্ব মু. কফিল উদ্দিন । শিক্ষকের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রভাষক ইয়াছমিন ফেরদৌসী , প্রভাষক মো. সহিদুর রহমান ভূইয়া, অভিবাভকের মধ্যে বক্ত্যব্য রাখেন আব্দুল ওহাব, ছাত্রীদের পক্ষ থেকে সানজিদা ইসলাম প্রমুখ।
