বুড়িচং প্রতিনিধি :—
কুমিল্লার বুড়িচং উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বুধবার বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র/ছাত্রীদের নবীন বরণ ও র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে । বুড়িচং উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. বিল্লাল হোসেনের নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালীতে অংশ গ্রহণ করেন উপজেলা ছাত্রলীগ নেতা মো. মাহবুবুর রহমান, ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক মো. জালাল উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মো. জালাল উদ্দীন, উপজেলা ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম বাদল, শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি মো. সুমন, সহ-সভাপতি মো. মোজাম্মেল হক, মো. রাসেল, বাহারুল ইসলাম, মো. কামরুজ্জামান, মাইনউদ্দীন, বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজ শাখার ছাত্রলীগ নেতা মো. মোহন, সোহাগ, হাছান, সাখাওয়াত, আল-আমিন, সুজন, রুবেল, হাসান, নাসির, ইকরাম, নুরুন্নবী, শামীমসহ অন্যান্য ছাত্র/ছাত্রী বৃন্দ। পরে নবীন ছাত্র/ছাত্রীদের উপজেলা ছাত্র লীগের পক্ষে তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
