কুমিল্লা প্রতিনিধি :—
কুমিল্লায় ছুরিকাঘাতে আবদুল করিম নামে এক কাভার্ডভ্যান চালককে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আলেখারচর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার দুপুরে কোতয়ালী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করে হয়েছে। নিহত আবদুল করিম মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার হরগজ গ্রামের মৃত আসমান আলীর ছেলে।
পুলিশ জানায়, ঢাকা থেকে চট্টগ্রামগামী প্লাস্টিকের দানাবোঝাই কাভার্ড ভ্যানটির (ঢাকা মেট্রো ট-১৮-১১৯৯) চালক আবদুল করিম (৩২) রোববার রাত পৌনে ৩টার দিকে আলেখারচর এলাকায় মহাসড়কের পার্শ্বে গাড়িটি রেখে প্রকৃতির ডাকে সাড়া দিতে যান। এ সময় দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে হত্যা করে। সোমবার নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে বিকালে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
কোতয়ালী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলম জানান, এ ঘটনায় নিহতের ভাই আবদুল কাইয়ুম বাদী হয়ে দুপুরে কোতয়ালী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।