SAMSUNG CAMERA PICTURES

লাকসামের নোয়াখালী সড়কের ড্রাইভারের উদাসীনতায় মালবাহী ট্রাক খাদে!

আকবর হোসেন, মনোহরগঞ্জ প্রতিনিধি:–
বুধবার সকালে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসামের পৌলইয়া নামক স্থানে মালবাহী ট্রাক ড্রাইভারের উদাসীনতায় দূর্ঘটনা ঘটেছে। সকাল অনুমান ৬.২০মিঃ এর সময় ঢাকা থেকে নোয়াখালী সেনবাগ রওয়ানার পথে ড্রাইভার এর চোখে ঘুম নিয়ে এবং বাসকে অভারট্রেক করার চেষ্টা কালে এ দূর্ঘটনা ঘটে। যায়মালবাহী ট্রাক যাহার নং- (ঢাকা মেট্রো- ট-১১-১০-২৭)। এ বিষয়ে লাকসাম থানা পুলিশকে অবগত করলে থানা পুলিশ ঘটনার স্থলে পৌছে। সরজমিনে গিয়ে দেখা যায় এ দূর্ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। স্থানীয় সূত্রে জানাযায়- ড্রাইভার মোঃ আতর আলী ও তার সহযোগী জাকির হোসেন তাদের চোখে ঘুম এবং তাদের উদাসীনতার কারণে এ দূর্ঘটনা ঘটে।

Check Also

করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত

বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...