মো.জাকির হোসেন :–
কুমিল্লার বুড়িচং থানাধীন দেবপুর ফাঁড়ী পুলিশ পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ইয়াবাসহ এক যুবক ও পরিত্যাক্ত অবস্থায় ভারতীয় শাড়ী কাপড় উদ্ধার করেছে।
পুলিশ জানায়, মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা কালে সোমবার সন্ধ্যায় বুড়িচং থানাধীন দেবপুর পুলিশ ফাঁড়ীর এস আই তৌহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের ডাকলাপাড়া বি-বাড়িয়া ফিলিং স্টেশনের সামনে সন্দেহভাজন এক যুবককে আটক করে তার দেহে তল্লাসী চালিয়ে ২৫ পিস ইয়াবা উদ্ধার করে। আটককৃত যুবকের নাম সাদ্দাম হোসেন (২২), সে কুমিল্লা কোতয়ারী থানাধীন ছনগাও গ্রামের বাবুল মিয়ার ছেলে। আটককৃতের বিরুদ্ধে বুড়িচং থানায় মামলা দায়ের পূর্বক আদালতে প্রেরণ করেছে। এদিকে গতকাল মঙ্গলবার ভোর সাড়ে ৬ টায় এস আই তৌহিদুল ইসলাম একই ইউনিয়নের কালাকচুয়া এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় ১শ’ত ৫০ পিচ ভারতীয় শাড়ী উদ্ধার করেছে।
