দেবিদ্বার প্রতিনিধিঃ–
দেবিদ্বার পৌর এলাকার ভিংলাবাড়ি গ্রামে রোববার দুপুরে পানিতে ডুবে মরিয়ম (৪) ও সুমাইয়া (৩) নামের দুই বোনের মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে দেবিদ্বার পৌর এলাকার ভিংলাবাড়ি গ্রামের মোঃ মোস্তফা মিয়ার দুই মেয়ে মরিয়ম ও সুমাইয়া বাড়ির পাশে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। ওই দুই বোনকে বাড়িতে না পেয়ে তাদের দাদা রঞ্জু মিয়া সহ আশ পাশের লোকজন পুকুরে খোঁজ করলে তাদের সন্ধান পায় এবং উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।
