পবিত্র মাহে রমজান ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যু বার্ষিকীকে সামনে রেখে কুমিল্লা শুরু হয়েছে মাসব্যাপী নজরুল রচিত হাম্দ, নাতে রাসুল ও নজরুল সংগীত প্রশিক্ষণ কর্মশালা। গত ২০ জুন কুমিল্লা নগরীর দ্বিতীয় মুরাদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে কুলসুম কাদের ফাউন্ডেশন ও কাজী নজরুল সংগীত একাডেমী আয়োজিত মাসব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন আদর্শ সদর উপজেলার চেয়ারম্যান অধ্যক্ষ আবদুর রউফ। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাজী নজরুল সংগীত একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক বীর মুক্তিযোদ্ধা এ কে এম শহীদুল হক ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ইকবাল হোসেন। উদ্বোধনী দিনে নগরীর আশেপাশের মোট ৪০জন শিক্ষার্থী এই প্রশিক্ষণে অংশ নেন। আগামী ৩০শে জুন পর্যন্ত আগ্রহীরা অংশগ্রহণ করতে পারবেন।——প্রেসবিজ্ঞপ্তি