চৌদ্দগ্রাম(কুমিল্লা)প্রতিনিধি:—
নারীর ক্ষমতায়নের লক্ষ্যে বর্তমান সরকার ঘোষিত উপজেলা পরিষদে নারীদের জন্য ০৫টি সংরক্ষিত মহিলা ঘোষিত হয়। এই ঘোষনার আলোকে সমগ্র বাংলাদেশের ন্যায় চৌদ্দগ্রামেও গত ১৫ জুন সোমবার সংরক্ষিত মহিলা আসনে নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে ৫টি আসনের জন্য ১৪ জন প্রার্থী প্রতিদন্ধিতা করেন এবং ভোটাধিকার প্রয়োগ করেন উপজেলার প্রতি ইউনিয়ন ও পৌরসভার সকল ওয়ার্ডের মোট ৪২ জন মহিলা মেম্বার। উপজেলা কমপ্লেক্সে সকাল ৯ ঘটিকা থেকে ২ ঘটিকা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন চলে। নির্বাচনে প্রিসাইডিং অফিসার হিসাবে ছিলেন উপজেলা শিক্ষা অফিসার সাঈদা আলম। বিকাল ৪ ঘটিকায় প্রিসাইডিং অফিসার সাঈদা আলম কর্তৃক ঘোষিত ফলাফলে ২৫ ভোট পেয়ে ১ম স্থান অধিকার করেন রাবেয়া বেগম (আলকরা-গুনবতী-জগন্নাথ), ১৭ ভোট পেয়ে ২য় স্থান অধিকার করেন মোসাঃ সুফিয়া খালেক (কাশিনগর-উজিরপুর-কালিকাপুর), ১৬ ভোট পেয়ে ৩য় স্থান অধিকার করেন ফয়জুন্নেসা (বাতিসা, কনকাপৈক, চিওড়া), ১১ ভোট পেয়ে ৪র্থ স্থান অধিকার করেন মোসাঃ হাজেরা বেগম (শ্রীপুর, শুভপুর, ঘোলপাশ)। নির্বাচনে ৫নং আসনে বিনা প্রতিদন্ধিতায় নির্বাচিত হন নাসরিন আক্তার (মুন্সিরহাট, চৌদ্দগ্রাম পৌরসভা)।
