আলমগীর হোসেন,দাউদকান্দি :–
দাউদকান্দিতে রেজিষ্ট্রেশন বিহীন ৪টি মোটরসাইকেল আটক করেছ পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার গৌরীপুর বাসষ্ট্যান্ড ও বাজারে অভিযান চালিয়ে কাগজ পত্র বিহীন এ মোটরসাইকেলগুলো আটক করে গৌরীপুর পুলিশ ফাঁড়ি। গৌরীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস.আই. আসাদুজ্জামান আসাদ জানান, মোটরসাইকেলে চড়ে নাশকতা, ছিনতাই ও চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধ সংঘঠিত হওয়ার কারনে দেশের সকল কাগজ পত্র বিহীন মোটরসাইকেলকে রেজিষ্টেশনের আওতায় আনার সরকারি নির্দেশ রয়েছে। এরই অংশ হিসেবে আমরা অভিযান শুরু করেছি।
