আকবর হোসেন, মনোহরগঞ্জ প্রতিনিধি:—
বুধবার কুমিল্লার লাকসাম উপজেলার বিভিন্ন ব্যবসায়ীদের নিয়ে কাস্টমস্, এক্সাইজ ও ভ্যাট বিভাগ কুমিল্লা এর আয়োজনে গালফ্ হোটেল এন্ড রেষ্টুরেন্টে মূল্য সংযোজন কর (মূসক) ও সম্পূরক শূল্ক আইন, ২০১২ করদাতা উদ্বুদ্ধকরণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। হাফেজ মোঃ শাহাদাত হোসেনের কুরআন তিলাওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠানের কার্যক্রম আরম্ভ হয়। অতিরিক্ত কমিশনার, কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, কুমিল্লা মুহাম্মদ রাশেদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন লাকসাম উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এড. ইউনুছ ভূইয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন লাকসাম উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিউল আলম, লাকসাম উপজেলা ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, মহিলা ভাইস চেয়ারম্যান রাশিদা বেগম। রাজস্ব কর্মকর্তা কাস্টমস্ অফিসের হেড, লাকসাম সার্কেল মোহাম্মদ আলী মন্ডলের প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সহকারী কমিশনার, কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট বিভাগ, কুমিল্লা মুনাওয়ার মুরসালীন। ব্যবসায়ীদের মধ্যে উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন আবুল খায়ের গ্রুপের পক্ষে নূরুল হক, লাকসাম স্টোরের মালিক পিন্টু সাহা, বিশিষ্ট ব্যবসায়ী আবুল খায়ের। এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট যুবলীগ নেতা মনিরুল ইসলাম রতন সহ লাকসাম উপজেলার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের পরিচালক ও মালিকগণ। অনুষ্ঠানে বক্তারা মূল্য সংযোজন কর ও সম্পূরক শূল্ক আইন, ২০১২ করদাতাদের বিভিন্ন বিষয়ে উদ্বুদ্ধ করেন। কিভাবে কর দিতে হবে সে সকল বিষয় নিয়ে উন্মুক্ত আলোচনা করেন। নতুন মূল্য সংযোজন কর (মূসক) আইনের সুবিধাসমূহ নিয়ে বক্তরা আলোচনা করেন।