কুমিল্লা প্রতিনিধি :–
কুমিল্লার চান্দিনায় পেট্রলবোমা হামলার ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মাও. রফিকুল ইসলাম (৪২) নামে এক জামায়াত নেতাকে আটক করেছে পুলিশ। বুধবার বিকেলে দেবিদ্বার উপজেলার বরকামতা গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক রফিকুল ইসলাম উপজেলার বরকামতা গ্রামের আব্দুল মজিদের ছেলে। তিনি দেবিদ্বার উপজেলার বরকামতা ইউনিয়ন জামায়াতের আমীর বলে পুলিশ নিশ্চিত করেছে।
এদিকে, বাসে পেট্রলবোমা হামলার ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে র্যাব, পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার কয়েকটি বিশেষ টিম চান্দিনা ও দেবিদ্বারে অভিযান অব্যাহত রেখেছে বলে পুলিশের একাধিক সূত্র নিশ্চিত করেছে।