মেঘনা প্রতিনিধি :–
কুমিল্লার মেঘনা উপজেলার হিজরতলী গ্রামের কৃষক আবুল কালামের ঘর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা। গত শনিবার রাতে হিজরতলী গ্রামের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আগুন দিয়ে বসত ঘরটি পুড়িয়ে দেয় সন্ত্রাসীরা। একই গ্রামের পারভেজ ডালিমকে এক নাম্বার আসামী করে ১০/১২ জনের নামে অবশেষে মঙ্গলবার রাতে মেঘনা থানা মামলা গ্রহন করেছে। মামলার বাদী আবুল কালাম জানায়,গত শনিবারে আমার ঘরটি ডালিম বাহিনী পুড়িয়ে দিয়েছে। আমি ডালিম বাহিনীর বিরুদ্ধে থানাতে যেতে পারি নাই। অবশেষে আওয়ামীলীগের একনেতার সহযোগিতায় মঙ্গলবার দিবাগত রাতে মেঘনা থানাতে মামলা রুজু করতে পেরেছি। মামলার তদন্তকারী এস আই মোঃ জহিরুল ইসলাম বলেন,আসামী গ্রেফতারের চেষ্টা চলছে। আসামীরা এলাকা ছেড়ে গাঢাকা দিয়েছে।
