ধর্ম নিয়ে যারা বিভেদ সৃষ্টি করে আমার অবস্থান তাঁদের বিপক্ষে—- কুমিল্লার নবাগত পুলিশ সুপার

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা :–
কুমিল্লার নবাগত পুলিশ সুপার মোঃ আবিদ হোসেন বলেছেন- ধর্ম নিয়ে যারা বিভেদ সৃষ্টি করে আমার অবস্থান তাঁদের বিপক্ষে। তিনি ঐক্য পরিষদের নেতা-কর্মীদের উদ্দ্যেশ করে বলেন- যেকোন ধরনের সমস্যা হলে তাৎক্ষণিক আমাকে অথবা পুলিশ প্রশাসনকে জানাবেন। তিনি আরও বলেন- কেউ কেউ নিজের চরিতার্থ হাসিল করার জন্যে অথবা অন্য ধর্মের পাশা-পাশি নিজ ধর্মের আভ্যন্তরিণ কোন্দলের কারণেই অনাকাংখিত ঘটনা সংগঠিত হয়ে থাকে। গত মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টাণ ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার নেতা-কর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি এ সব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টাণ ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার সভাপতি চন্দন কুমার রায়, উপদেষ্টা মন্ডলীর সদস্য মতিলাল ভদ্র, সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাপস বকসী, বিবর্তন সম্পাদক অধ্যাপক দীলিপ মজুমদার, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টাণ ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার সমাজকল্যাণ সম্পাদক সাংবাদিক তাপস চন্দ্র সরকার, সদস্য অধ্যাপক পলাশ ভৌমিক, বাংলাদেশ ছাত্র-যুব-ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার সভাপতি মধুসূদন বিশ্বাস, লরেন্স তীমু বৈরাগী, নির্বাহী সদস্য বিকাশ দাস ও রাজীব দাস (মনা) প্রমুখ। এর আগে কুমিল্লার নবাগত পুলিশ সুপার মোঃ আবিদ হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানান- বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টাণ ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার নেতৃবৃন্দ।

Check Also

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...