নিজস্ব প্রতিবেদক :–
নবাব ফয়জুন্নেছা চৌধুরীর স্মৃতি বিজরিত স্থান সমূহ পরিদর্শন করেছেন সাবেক পররাস্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী ও তার সাথে আসা একটি দল। তিনি গত ৩১ মে কুমিল্লার লাকসামে নবাব ফয়জুন্নেছার বাড়ী,মসজিদ,কলেজ সহ নানাহ স্থান স্বপরিবারে পরিদর্শন করেন সাবেক পররাস্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন নবাব ফয়জুন্নেছা ফাউন্ডেশনের সভাপতি এস এম মাফুজুল হক,নবাব ফয়জুন্নেছা সরকারী কলেজের অধ্যক্ষ ইমতিয়াজ আহমেদ সিদ্দিকী,উপধ্যক্ষ আবদুল মালেক চৌধুরী,সহযোগী অধ্যপক হুমায়ূন কবীর ভ’ইয়া,সহযোগী অধ্যাপক মোঃ আক্তার হোসেন,ইতালী থেকে আগত ব্রাক ইউনিভার্সিটির ভিজিটিং প্রফেসর জে হোমাস। এসময় তাদেরকে দিক নির্দেশনা দেন নবাব ফয়জুন্নেছা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আজাদ সরকার লিটন। পরিদর্শনকারী দলটি নবাব ফয়জুন্নেছার কবর জিয়ারত করেন। এসময় পরিদর্শনকারীদেরকে ফুল দিয়ে স্বাগত জানান নবাব ফয়জুন্নেছা ফাউন্ডেশনের সভাপতি এস এম মাহফুজুল হক।
