মো. হাবিবুর রহমান :–
মুরাদনগর উপজেলা সদরে অবস্থিত কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজে মানসম্মত শিক্ষা ও ভবিষ্যত বাংলাদেশের সূনাগরিক তৈরীর লক্ষে ‘স্টুডেন্ট’স হিস্ট্রি’ ইনোভেশন ও মাল্টিমিডিয়া ক্লাশরুমের গুরত্ব শীর্ষক মতবিনিময় সভা, মা সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান রোববার বিকেলে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে গুরত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন কলেজ গর্ভার্ণিং বডির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনসুর উদ্দিন। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছাদেকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কে.বি.এম জাকির হোসেন, মুরাদনগর সদর ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমেদ মাসুদ। অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক বজলুর রহমান, ‘মা’দের পক্ষ থেকে মুসলিমা আক্তার, ছাত্রদের পক্ষ থেকে আব্দুল হান্নান সরকার। শুরুতে কোরআন তেলাওয়াত করেন রসায়ন বিভাগের প্রভাষক আবু সাঈদ সরকার। অনুষ্ঠানটি ক্রমান্বয়ে উপস্থাপনা করেন হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ সোলেমান, ব্যবস্থাপনা বিভাগের সিনিয়র প্রভাষক তকদিরুল ইসলাম ও ইংরেজি বিভাগের সিনিয়র প্রভাষক মিজানুর রহমান। এতে কলেজের শিক্ষকমন্ডলী, সাংবাদিক, অভিভাবক প্রতিনিধি ও অভিভাবকবৃন্দ উপস্থিত থেকে বিভিন্ন অনুষ্ঠানমালা উপভোগ করেন।
