নাজমুল করিম ফারুক :–
কুমিল্লার তিতাসের নির্মাণাধীন ভবনের কাজ দেখতে গিয়ে ছাদ থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে বুধবার রাত ৮টায় মজিদপুর উচ্চ বিদ্যালয়ে। নিহত শ্রমিক মজিদপুর গ্রামের মোঃ বাহাউদ্দিনের ছেলে আবুল বাশার আবু (৩০)।
তিতাস থানার এসআই শহিদুল ইসলাম জানান, মজিদপুর উচ্চ বিদ্যালয়ের নতুন নির্মাণ ভবনের রং করার জন্য একই গ্রামের আবুল বাশার ওরফে আবু ও তার দু’ভাইয়ের সাথে চুক্তি হয়। রাতে রং এর কাজ করার সময় আবু ছাদের উপর থেকে নিচের দিকে তাকাতেই দু’তলা ভবনের উপর থেকে নিচে পড়ে যায়। এতে তার মুখের অংশ থেতলে যায়। গুরুত্বর অবস্থায় রাতে তিতাস স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
