নাজমুল করিম ফারুক :–
কুমিল্লার তিতাসের বন্দরামপুরে বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে ৫ জন আহত হয়। একজনকে গুরুত্বর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে উপজেলার বন্দরামপুর গ্রামের আলী হোসেন ও হযরত আলীর মধ্যে। উক্ত বিরোধকে কেন্দ্র করে বৃহস্পতিবার ভোরে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটলে এতে আলী হোসেনের ছেলে মোঃ জসিম উদ্দিন, জাহাঙ্গীর আলম, ছায়েদ হোসেন, আলী হোসেনের স্ত্রী আয়েশা আক্তার ও হযরত আলী আহত হয়। স্থানীয় জনগণ আহতদের উদ্ধার করে তিতাস স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। আশঙ্কাজনক অবস্থায় জাহাঙ্গীর আলমকে ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়। উক্ত ঘটনায় বন্দরামপুর গ্রামে উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটতে পারে।
