আকবর হোসেন, মনোহরগঞ্জ প্রতিনিধি:—
ডিপ্লোমা ইন জার্নালিজম ও টিভি নিউজ প্রেজেন্টেশন কোর্সে উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করেছে বাংলাদেশ ইনষ্টিটিউট অব জার্নালিজম এন্ড ইলেকট্রনিক মিডিয়া (বিজেম)। গত ১৭ মে রবিবার সন্ধ্যায় বিজেম নির্বাহী পরিচালক মির্জা তারেকুল কাদের এর সভাপতিত্বে বিজেম মিলনায়তনে সনদ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আরপি কন্সট্রাকশন লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট শিল্পপতি ফরিদ আহমেদ ভূইয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় কুষ্ঠ হাসপাতালের সহকারী পরিচালক ডা. তাজকেরা বেগম, বিজেম এর সহকারী পরিচালক শামীমা নারগিস, কাতার দূতাবাসের পাবলিক রিলেশন্স অফিসার মাহমুদুর রহমান মাহমুদ। অনুষ্ঠানে বিজেম এর বিভিন্ন ব্যাচে ডিপ্লোমা ইন জার্নালিজম ও টিভি নিউজ প্রেজেন্টেশন কোর্সে উত্তীর্ণ ৬৯জন শিক্ষার্থীকে এ সংবর্ধনা ও সনদ প্রদান করা হয়। এর মধ্যে ১ বছর মেয়াদী ডিপ্লোম ইন জার্নালিজম কোর্সে দ্বিতীয় সর্বোচ্চ গ্রেড পেয়ে ২য় স্থান অর্জন করেন দৈনিক ইত্তেফাক মনোহরগঞ্জ সংবাদদাতা মোঃ আবদুল গাফ্ফার সুমন। এ সময় উপস্থিত ছিলেন বিটিভির স্টাফ রিপোর্টার হাবিবুর রহমান হাবিব, ইটিভির ক্রাইম রিপোর্টার রুবিনা ইয়াসমিন, বিজয় টিভির প্রাইম টাইম নিউজ প্রেজেন্টার মুকিতুল কবির, এটিএন বাংলার স্টাফ রিপোর্টার মাহবুব কবির চপল, বিটিভির প্রাইম টাইম নিউজ প্রেজেন্টার আসিফ হোসাইন সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন প্রধান অতিথি।
