ষ্টাফ রিপোর্টার :–
মতলব উত্তর থানা পুলিশের অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী নুরে আলম সাগর(৩০)কে আটক করে। মঙ্গলবার দুপুরে উদামদী পাম্প হাউজ এলাকা থেকে ২শ’ পিচ ইয়াবাসহ ফরাজীকান্দি ইউনিয়নের উত্তর চরমাছুয়া গ্রামের গোলাম হোসেন মীরের ছেলে নূরে আলম সাগর কে আটক করে এসআই আবু হানিফ।
আটক হওয়া সাগর মীর মতলব উত্তর উপজেলার অন্যতম মাদক সম্রাট হালিম মীরের আপন ভাইয়ের ছেলে। যে হালিম মীর মাদক ব্যবসার কারনে কয়েকবার আটক হয়ে জেলে গিয়েছিল। জামিনে ছাড়া পেয়ে মাদক সম্রাট হালিম মীর ও তার লোকজন বরাবর এই পেশাতেই জড়িত থাকছে।
স্থানীয় কয়েকজনের সাথে কথাহলে তারা জানায়, হালিম মীররা প্রভাবশালী হওয়ায় স্থানীয় জনসাধারন ওদের ব্যপারে কোন ধরনের প্রতিবাদ করতে সাহস পায়না। আর ওদের কারনে এলাকার যুবসমাজ দিনে দিনে মাদকাশক্ত হয়ে পড়ছে।