কুমিল্লা প্রতিনিধি :–
বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড)-কুমিল্লার ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ বুধবার দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্যদিয়ে উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে বার্ড অডিটরিয়ামে ‘পল্লী উন্নয়নে বার্ডের ভূমিকা বিষয়ক সেমিনার’ অনুষ্ঠিত হয়। এতে বার্ডের মহাপরিচালক সালাহউদ্দিন মাহমুদ প্রধান অতিথি ও কুমিল্লার জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল বিশেষ অতিথির বক্তব্য রাখেন। বার্ডের পরিচালক (প্রকল্প) ড. এ কে শরীফউল্লাহর সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বার্ডের পরিচালক (প্রশিক্ষণ) ড. কামরুল আহসান, পরিচালক (পল্লী প্রশাসন ও স্থানীয় সরকার) মো. সফিকুল ইসলাম, পরিচালক (প্রশাসন) মো. মিজানুর রহমান প্রমুখ। পরে কর্মকর্তা-কর্মচারীদের পুনর্মিলনী, মিলাদ মাহফিল এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়।
উল্লেখ্য, ১৯৫৯ সালের এই দিনে আন্তর্জাতিক সমাজ বিজ্ঞানী প্রয়াত ড. আখতার হামিদ খান বার্ড প্রতিষ্ঠা করেন। পল্লী উন্নয়নের ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৮৬ সালে এই প্রতিষ্ঠান স্বাধীনতা পুরস্কার লাভ করে।
