সৌরভ মাহমুদ হারুন :–
কুমিল্লার বুড়িচং উপজেলার ৩ নং বুড়িচং সদর ইউনিয়ন পরিষদের সদস্য পদে আগামী ১৪ জুন নির্বাচন গ্রহণের লক্ষ্যে ওই ইউনিয়নের সদস্য পদে প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে বুধবার ২৭ মে সকাল থেকে বিকাল ৫ টা পর্যন্ত মোট ৩ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেন । প্রার্থীরা তাদের মনোনয়নপত্র উপজেলা রিটার্নিং অফিসার মো. নুরুল আলমের নিকট দাখিল করেন । ৩ নং বুড়িচং সদর ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের শূন্য পদে উপ-নির্বাচনে মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীরা হলেন: উপজেলা শ্রমিক নেতা মো. তারু মিয়া, উপজেলা যুবদল নেতা ও সাবেক মেম্বার মো. শরীফুল ইসলাম এবং বিশিষ্ট ব্যবসায়ী মো. আবু তাহের। উল্লেখ্য, বুড়িচং সদর ইউনিয়ন পরিষদের সদস্য মো. নুরুল ইসলাম মেম্বারের মৃত্যুজনিত কারণে উক্ত পদটি শূন্য হওয়ায় ওই ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন আগামী ১৪ জুন নির্বাচনের দিন ধার্য্য করা হয়।
