আলমগীর হোসেন,দাউদকান্দি :—
প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া এম.পি বলেছেন, শান্তি উন্নয়ন ও অগ্রগতির পথে দেশকে এগিয়ে নিতে হলে শেখ হাসিনার বিকল্প নেই এটা প্রমাণিত। তিনি প্রমাণ করেছেন দেশ প্রেম থাকলে সকল সমস্যার সমাধান সম্ভব। তার প্রচেষ্টায় দেশ আজ অর্থণীতির সকল সূচকে এগিয়ে। তিনি বলেন বিরোধীদল এতদিন নাশকতা না করলে দেশ আরো এগিয়ে যেত। ২০ দলীয় জোটের উদ্দেশ্যে জেনারেল ভূঁইয়া বলেন, আর নাশকতা নয় উন্নয়নের সরকারের সহযোগী হোন, দেশকে এগিয়ে নিন। তিনি আজ মঙ্গলবার দাউদকান্দি উপজেলা পরিষদে সংসদ সদস্যদের স্বেচ্ছাধীন তহবীলের টাকা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিঃ আব্দুস ছালাম, উপজেলা শ্রমিকলীগ সভাপতি মোঃ রকিব উদ্দিন রকিব, নিখিল চন্দ্র বিশ্বাস, জাহাঙ্গীর আলম ও জেবুননেছা জেবু প্রমূখ।
