কুমিল্লা প্রতিনিধি :–
আজ বুধবার (২৭ মে) বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড)-কুমিল্লার ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে বার্ড কর্তৃপক্ষ আয়োজন করেছে বর্ণাঢ্য অনুষ্ঠানমালার। ১৯৫৯ সালের এই দিনে আন্তর্জাতিক সমাজ বিজ্ঞানী ড. আখতার হামিদ খান (আইসিএস) বার্ড প্রতিষ্ঠা করেন।
বার্ডের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বুধবার বার্ড কর্তৃপক্ষ দিনব্যাপী বার্ড অডিটরিয়ামে সেমিনার, পুনর্মিলনী, মিলাদ মাহফিল, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছে। এতে প্রধান অতিথি বার্ডের মহাপরিচালক সালাহউদ্দিন মাহমুদ ও বিশেষ অতিথি হিসেবে কুমিল্লার জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোলসহ বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন।
