মো. জাকির হোসেন :–
রোববার সকালে কুমিল্লার আদর্শ সদর উপজেলার দক্ষিণ দুর্গাপুর ইউনিয়নের রাজেন্দ্রপুর মহন মিয়ার বাড়ি প্রাঙ্গণে কুমিল্লা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ইউনিয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বিপুল সংখ্যাক বিভিন্ন পর্যায়ের আনসার ও ভিডিপি সদস্য পুরুষ এবং মহিলা সদস্যাবৃন্দ উপস্থিত ছিলেন।
ইউনিয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আনসার ও ভিডিপির কুমিল্লা জেলা কমান্ড্যান্ট আশীষ কুমার ভট্টাচার্য্য। দক্ষিণ দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম খলিল, আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংক আদর্শ সদর উপজেলা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ মজিবুর রহমান, দক্ষিণ দুর্গাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সফিকুল ইসলাম ভূইয়া। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জসিম উদ্দিন চৌধুরী। সমাবেশ সঞ্চালনা করেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোসা: রাজিয়া আক্তার। বার্ষিক প্রতিবেদন পাঠ করেন ইউনিয়ন দলনেত্রী মোসা: রিনা আক্তার। পবিত্র কোরআন তেলোয়াত পাঠ করেন মো. কামরুল ইসলাম।