ধোঁয়াশার বালুচর

—মো. আলী আশরাফ খান

বহু সাধনার পর যা পেলাম
আজ গোধুলী বেলায়-
তা নিমিষেই হারিয়ে যায়
সত্যকে করে অবহেলা!

চোখের জলে ভাসে এবুক
হৃদয় ফেটে চৌচির,
ক্রমেই স্বপ্ন ভেঙ্গে খানখান
যেন ধোঁয়াশার বালুচর।

মানুষ সত্য যদি ‘মানুষ’ হয়
তবে কেনো মানুষ,
কষ্ট দেবে স্রষ্টার অমোঘ-
নান্দনিক শ্রেষ্ঠ সৃষ্টিরে?
======================

মো. আলী আশরাফ খান
গৌরীপুর, দাউদকান্দি, কুমিল্লা।

Check Also

দেবিদ্বারে অগ্নিকান্ডে ১কোটি টাকার ক্ষয়ক্ষতি

দেবিদ্বার প্রতিনিধিঃ– কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে রান্না ঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে ১৫টি ...