শাহীন আলম :–
কুমিল্লার দেবিদ্বারে সড়ক দুর্ঘটনায় চেয়ারম্যান পুত্র শরীফ হোসেন সবুজ (২৮) নিহত হয়েছে। আজ রোববার সন্ধ্যায় দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের সাইচাপাড়া গ্রামে ওই দুর্ঘটনা ঘটে। নিহত সবুজ স্থানীয় ইউপি চেয়ারম্যান খন্দকার এম.এ সালামের পুত্র।
স্থানীয়রা জানান, সন্ধ্যা সোয়া ৬টার দিকে সবুজ মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়িতে যাওয়ার পথে সাইচাপাড়া ঈদগার পাশে মোটরসাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে সে মারাত্মকভাবে আহত হয়। স্থানীয়রা সবুজকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
