বারী উদ্দিন আহমেদ বাবর :–
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার দৌলখাঁড় ইউপির উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিনে আজ রোববার ৫ প্রার্থী মনোনয়ন জমা দিয়েছে। তারা হলো মাষ্টার মোঃ সিরাজুল ইসলাম, মোঃ মাহফুজুর রহমান মোল্লা, মোঃ ওমর ফারুক, মোঃ আবদুর রশিদ ও মোঃ আলাউদ্দিন। ওই ইউনিয়নের চেয়ারম্যান আবুল খায়েরের মৃত্যুতে এই ইউনিয়নটি শূণ্য হয়। আগামী ১৪ জুন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, চলতি বছরের ১৭ মার্চ রাতে ওই ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল খায়ের দীর্ঘদিন ক্যান্সারে ভুগে ৬৫ বছর বয়সে মৃত্যু বরণ করেন। তিনি ওই ইউনিয়নের দুই বারের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দ্বায়িত্ব পালন করেছিলেন। এছাড়া তিনি কুমিল্লা জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট থেকে স্বর্ণপদক গ্রহণ করেছিলেন।