আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর :–
শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদরের দাসপাড়া থেকে কষ্টিপাথরের একটি মূর্তি উদ্ধার করেছে পুলিশ। এটির ওজন প্রায় তিন কেজি। দেখতে নারীর মতো। তবে এর পায়ের অংশ ও ডান হাত নেই।
নাসিরনগর থানার পরিদর্শক (এস.আই) মো. ফজলুল হক জানান, নদী থেকে কাটা মাটির মধ্যে শিশুরা মূর্তিটি পায়। এ সময় দাসপাড়ার চৌকিদার ভবানী দাস এটি তার বাড়িতে নিয়ে যান। পরে ভবানী দাস নিজেই এটিকে পুলিশকে দিয়ে দেন।
