নাজমুল করিম ফারুক :–
কুমিল্লার তিতাসে উপজেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন গতকাল শুক্রবার উপজেলা পরিষদের মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
তিতাস উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী স্বপন কুমার সূত্রধরের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, কুমিল্লা জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা শ্রী তপন বকসী। বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শ্রী নির্মল চন্দ্র পাল, যুগ্ম সম্পাদক শ্রী নন্দন চৌধুরী, সদস্য শ্রী উত্তর সরকার, সাবেক সদস্য শ্রী জহর লাল ভৌমিক, তিতাস উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ডাঃ লনী চন্দ্র দেবনাথ, উপদেষ্টা নেপাল চন্দ্র শীল প্রমূখ। সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নারায়ন সরকার, বীরেন্দ্র চন্দ্র দেবনাথ, সুকুমার গোম্বামী, প্রাণভল¬ব সরকার, প্রেমানন্দ দেবনাথ, মনিন্দ্র দেবনাথ, গৌরাঙ্গ চন্দ্র দাস, লক্ষণ কর্মকার, নেপাল চন্দ্র শীল, বাবুল চন্দ্র সরকার, রতন চন্দ্র শীল, নারায়ন আচার্য্য, নারায়ন চন্দ্র সাহা। সম্মেলন শেষে শ্রী স্বপন কুমার সূত্রধরকে সভাপতি ও ডাঃ লনী চন্দ্র দেবনাথকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্য হলেন, সহ-সভাপতি নারায়ণ চন্দ্র সরকার, যুগ্ম সম্পাদক সন্তোষ চন্দ্র ভৌমিক, বিধু চন্দ্র দাস, যপন চন্দ্র দাস, সাংগঠনিক সম্পাদক লক্ষণ চন্দ্র কর্মকার, যুগ্ম সাংগঠনিক সম্পাদক হরিপদ মেম্বার, রতন চন্দ্র শীল, কোষাধ্যক্ষ বীরেন্দ্র চন্দ্র শীল, যুগ্ম কোষাধ্যক্ষ জীবন চন্দ্র কর্মকার, তপন চন্দ্র আচার্য্য, দপ্তর সম্পাদক নারায়ন আচার্য্য, প্রচার সম্পাদক রাজীব আচার্য্য, গণসংযোগ সম্পাদক নেপাল চন্দ্র সাহা, যুগ্ম গণসংযোগ সম্পাদক শিমুল চন্দ্র সাহা, প্রকাশনা সম্পাদক সুধীর চন্দ্র রায়, সাংস্কৃতিক সম্পাদক হরিপদ চন্দ্র দেবনাথ, সমাজকল্যাণ সম্পাদক বাবুল চন্দ্র সরকার, আইন বিষয়ক সম্পাদক বিপ¬ব চন্দ্র সূত্রধর, ধর্মীয় প্রতিষ্ঠান সংরক্ষণ সম্পাদক নারায়ন চন্দ্র সাহা, মহিলা সম্পাদিকা শিল্পী দেবনাথ প্রমূখ।
