নাজমুল করিম ফারুক :–
কুমিল্লার তিতাসে সোনালী ব্যাংকের নতুন শাখা উদ্বোধন করা হয়। আজ বুধবার কড়িকান্দি বাজারস্থ মজনু ভূঁইয়া মার্কেটের দ্বিতীয় তলা উক্ত ব্যাংক উদ্বোধন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোনালী ব্যাংক লিঃ এর কুমিল্লা জেনারেল অফিসের জেনারেল ম্যানেজার মোঃ আবদুল মতিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, কুমিল্লা-২ (তিতাস-হোমনা) আসনের এমপি মোঃ আমির হোসেন ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন, সোনালী ব্যাংক লিমিেেটডের ডিএমডি মোঃ খোরশেদ হোসেন, সোনালী ব্যাংক লিমিটেড কুমিল্লা প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ জহিরুল ইসলাম, সোনালী ব্যাংক লিমিটেডের ডিএমডি মোঃ নূরুল হক, বিডিবিএল এর ডিএমডি মোঃ ওয়াহেদুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার ভূমি আরিফুল ইসলাম সরর্দার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শওকত আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাহিনুল ইসলাম সোহেল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মহসীন ভূঁইয়া, কড়িকান্দি ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন সরকার, সিবিএ-২০২ এর সাধারণ সম্পাদক হাসান খসরু, এমপ্লয়ীজ ইউনিয়ন-বি-২০২ এর সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম ভূঁইয়া প্রমূখ।