সাধন সাহা জয়: নবীনগর প্রতিনিধি :–
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার বিদ্যাকুট আজাম বাড়ির মোড়ে সোমবার রাতে যানবাহনে ডাকাতির প্রস্তুতিকালে একদল ডাকাতকে এলাকাবাসি ধাওয়া করে দুই ডাকাতকে দেশীয় অস্ত্রসহ আটক করলে ও বাকিরা পালিয়ে যায়।
এলাকাবাসি গনধোলায়ের পর ওই ডাকাতদের পুলিশে সোপর্দ করে। আটককৃত ডাকাতরা হচ্ছে উপজেলার নাটঘর ইউনিয়নের বান্ডুশা গ্রামের মৃত আব্দুল কাদিও মিয়ার ছেলে ফজলুমিয়া(৫৫), ও নান্দুয়া গ্রামের হারিছ মিয়ার ছেলে সানুমিয়া(২৫)।
ডাকাতদের মঙ্গলবার দুপুওে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে প্রেরন করে।
এ ব্যপারে শিবপুর ফাঁড়ির ইনচার্জ আবু কাউছার জানান, ডাকাতদের বিরুদ্ধে সিলেট ও নবীনগর থানায় একাধিক মামলা রয়েছে।