মো.জাকির হোসেন :–
কুমিল্লা বিশ্ববিদ্যালয়: র্যাবের হাতে অস্ত্রসহ আটক কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ছাত্রলীগ নেতা ইলিয়াস হোসেন সবুজের মুক্তির দাবিতে তার সমর্থিতরা দ্বিতীয় দফায় ৪৮ ঘণ্টা ধর্মঘটের ডাক দিয়েছেন। রোববার (১০ মে) সকাল থেকে এই ধর্মঘট শুরু হয়। আন্দোলনকারীরা সকালে ধর্মঘটের ডাক দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে দেন। ইলিয়াস সমর্থিত ছাত্রলীগ নেতা মাসুদুর রহমান বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে নয় দফা দাবি দিলেও তারা একটিও মানছে না, সে জন্য আমরা আবার ধর্মঘটের ডাক দিয়েছি। ২৪ এপ্রিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাছে ময়নামতি শালবন বিহারের একটি পিকনিক স্পট থেকে ইলিয়াস হোসেনকে বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ম্যাগজিনসহ আটক করে র্যাব-১১। পরবর্তীতে তার সমর্থিত নেতাকর্মীরা ২৬ এপ্রিল থেকে বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেন। সোমবার (৪ মে) থেকে ধর্মঘট কিছুটা শিথিল করায় কোন কোন বিভাগে ক্লাস হলেও পরীক্ষা হয়নি।
