আকবর হোসেন, মনোহরগঞ্জ প্রতিনিধি:–
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ ইউনিয়নের জিনারাগ গ্রামের দুই কুয়েত প্রবাসীর মৃত্যু হয়েছে। জানা যায়, জিনারাগ গ্রামের মিজি বাড়ির মৃত রহমত আলীর পুত্র সিরাজুল ইসলাম (৫৫) গত ২৫ এপ্রিল শনিবার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে কুয়েতের একটি বেসরকারী হাসপাতালে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়ে রেখে যান। অন্যদিকে একই গ্রামের মোল্লা বাড়ির মৃত আবদুল মোতালেব মোল্লার ছেলে ইউসুফ মোল্লা (৫৩) গত ২৮ এপ্রিল মঙ্গলবার স্ট্রোক করে কুয়েতের একটি বেসরকারী হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়ে রেখে যান।স্থানীয় সূত্রে আরো জানা যায়, সিরাজুল ইসলাম কুয়েতে দীর্ঘদিন চাকুরীতে কর্মরত ছিলেন। এছাড়াও ইউছুফ মোল্লা কুয়েতে একটি কোম্পানীতে চাকুরি করতেন। দুইজনই কুয়েতে পাশাপাশি থাকতেন। ইউছুফ মোল্লা সিরাজুল ইসলামের মৃত্যুর খবর শুনে তার লাশ বাড়িতে পাঠানোর ব্যবস্থা করেন। এর তিনদিন পরেই ইউছুফ মোল্লা নিজে মৃত্যুবরণ করেন। তাদের দুজনের লাশ ৭ মে বৃহস্পতিবার কুয়েত থেকে তাদের নিজ বাড়িতে এসে পৌছে। পরে বিকেলে তাদের জানাযা শেষে তাদেরকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তাদের জানাযায় অংশগ্রহণ করেন হাসনাবাদ ইউপি চেয়ারম্যান আবদুল মুনাফ, জিনারাগ ওয়ার্ড মেম্বার আবদুর রহিম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ । এই দুই প্রবাসীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।