নিজস্ব প্রতিবেদক, দাউদকান্দি :–
আজ মঙ্গলবার বিকাল ৫টায় কুমিল্লার দাউদকান্দিতে উপজেলা পরিষদ নিবার্চনকে কেন্দ্র করে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর গাড়ি বহরে হামলা চালিয়ে ১৫ জনকে আহত করেছে অপর প্রার্থী স্থানীয় সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়ার ছেলে মেজর (অব:) মোহাম্মদ আলী সুমনের সমর্থক একদল ক্যাডার। উপজেলা নিবার্চনে চেয়ারম্যান প্রার্থী ও বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবুল হাসেম অভিযোগ করে জানান, আজ বিকালে উপজেলার গোয়ালমারী বাজারে এমপি’র পুত্র মোহাম্মদ আলী সুমনের সমর্থক একদল ক্যাডার আমার প্রচারনাকালে দুটি মাইক্রো বাসে ব্যাপক ভাংচুর চালায়। এ হামলায় চালক সহ প্রায় ১৫ জন মারাত্মক আহত হয়। আহতরা হলো আঃ গনি মিয়া, মনিরুল ইসলাম, আঃ কাদের প্রধান, কাউছার আহমেদ ও মফিজ মিয়া প্রমূখ। হামলার ঘটনায় মাইক্রোর চালক ছালাম মিয়া ও মন্টু মিয়া গুরুতর আহত হয়েছেন। এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ আনোয়ারুল হক কামাল বলেন, বিষয়টি পুলিশ দেখছে।