মো. আলাউদ্দিন :–
কুমিল্লার নাঙ্গলকোটের আজিয়ারা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন গতকাল রবিবার ব্যাপক উৎসাহ, উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে আবুল বশর ১’শ ৫৯ ভোট পেয়ে প্রথম, আবুল খায়ের ১’শ ৫২ ভোট পেয়ে দ্বিতীয়, কাজী মীর আহম্মদ ১’শ ৫০ ভোট পেয়ে তৃতীয় এবং মোকবুল আহম্মেদ ১শত ৩৪ ভোট পেয়ে চতুর্থ হয়ে নির্বাচিত হয়েছে। নির্বাচনে ৭জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। শিক্ষক প্রতিনিধি পদে মোঃ মাহবুবুল হক, মোঃ শহিদ উল্লাহ, মহিলা শিক্ষক প্রতিনিধি মোসাঃ কামরুন নাহার নির্বাচিত হয়েছেন। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ শাহজাহান।