আলমগীর হোসেন,দাউদকান্দি :–
দাউদকান্দিতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মঞ্জিল আহমেদ (২০) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অপর এক শ্রমিক। আজ রবিবার উপজেলার গৌরীপুর আনোয়ার প্লাজা মার্কেটে এ ঘটনা ঘটে। নিহত মঞ্জিল আহমেদ দাউদকান্দি উপজেলার চরমাহমুদ্দি গ্রামের দেলোয়ার প্রধানের ছেলে। গৌরীপুর ফাঁড়ি পুলিশ জানায়, দুপুরে আনোয়ার প্লাজা মাকের্টের তৃতীয় তলায় নির্মাণ শ্রমিক মঞ্জিল আহমেদ ও রফিক মিয়া রড মোড়ানোর সময় বিদ্যুতের তারের সাথে জড়িয়ে পড়ে। এতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তাদের সারা শরীর জ্বলসে যায়। তাদেরকে প্রথমে গৌরীপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলেন। পরে তাদেরকে ঢাকা নেওয়ার পথে মঞ্জিল আহমেদের মৃত্য হয়। আহত রফিক মিয়া ঢাকা মেডিকেল কলেঝের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।