মো. জাকির হোসেন :–
কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় শনিবার সকালে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে একটি নসিমনের উপর উল্টে পরে। এতে বাসে থাকা অন্তত ২০ যাত্রী আহত হয়েছে।
স্থানীয় ও পুলিশ জানায়, শনিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের নিমসার বাজার এলাকায় ফেনি থেকে ঢাকা গামী স্টার লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্টো ব ১৪-২১৩১) বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মাইক্রোবাস এর সাথে সংঘর্ষ এড়াতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে উল্টে একটি দাড়িয়ে থাকা নসিমনের উপর পরে। এতে ওই বাসে থাকা অন্তত ২০ যাত্রী আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপালে প্রেরণ করে। আহতদের মধ্যে ফেনির একই পরিবারের ৩ সদস্যের অবস্থা গুরুতর বলে জানা যায়। খবর পেয়ে ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার এস আই অমর সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে দূর্ঘটনা কবলিত গাড়ীটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।