নাজমুল করিম ফারুক,তিতাস প্রতিনিধি :–
কুমিল্লার তিতাস উপজেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার মহান মে দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়।
নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার মকিমা বেগমের সভাপতিত্বে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুল ইসলাম সরদার, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ শাহজাহান, উপজেলা শিক্ষা অফিসার মোঃ কামাল হোসেন, তিতাস প্রেসক্লাবের সহ-সভাপতি কবির হোসেন ও সাধারণ সম্পাদক নাজমুল করিম ফারুক প্রমূখ। আলোচনা সভার পূর্বে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্ত্বর থেকে বের হয়ে গৌরীপুর-হোমনা সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্ত্বরে এসে শেষ হয়।