মো. হুমায়ুন কবির মানিক :–
লাকসাম উপজেলা জাতীয় শ্রমিকলীগের উদ্যোগে যথাযথভাবে মহান ১লা মে দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, বর্ণাঢ্য র্যালী ও সমাবেশ করে উপজেলা শ্রমিকলীগ। র্যালিটি উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে আরম্ভ হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে লাকসাম বাজারস্থ ব্যাংক রোড গোল চত্বরে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। উপজেলা জাতীয় শ্রমিকলীগের আহ্বায়ক মো. শাহজাহানের সভাপতিত্বে ও সদস্য সচিব নজরুল ইসলাম পরিচালনায় অনুষ্ঠিত সভা-সমাবেশে বক্তব্য রাখেন- লাকসাম উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধা আলহাজ্ব মোঃ তাজুল ইসলাম, আওয়মীলীগ নেতা আফতাব উল্লা চৌধুরী ঝন্টু, উপজেলা যুবলীগের আহ্বায়ক প্রফেসর আবুল খায়ের, যুবলীগ নেতা মনিরুল ইসলাম রতন, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি নিজাম উদ্দিন শামীম, সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম টুটুল, লাকসাম উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি শিহাব খান, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, শ্রমিকলীগ নেতা অহিদুর রহমান, আমিনুল ইসলাম রতন, আবু তাহের, খলিলুর রহমান, মোতালেব হোসেন, শাহ আলম, কবির হোসেন প্রমুখ।