মোঃ ইসমাইল হোসেন, মেঘনা প্রতিনিধি :–
কুমিল্লার মেঘনা উপজেলায় সকাল ১১টায় মেঘনা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আজ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শাহীন আক্তার সুমির সভাপতিত্বে সভা শুরু হয়। প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম বলেন,আইন শৃঙ্খলার উন্নতি করতে হলে সকলের সহযোগিতা প্রয়োজন। আলোচ্যসূচী ছিল বিগত সভার কার্যবিবরনী পাঠ ও অনুমোদন। উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও সিদ্ধান্ত গ্রহন। সভায় অন্যান্নদের মধ্যে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম তাজ। তিনি বলেন, মেঘনায় নীরব চাঁদাবাজী হচ্ছে তা বন্ধ হওয়া প্রয়োজন। লুটেরচর ইউপি চেয়ারম্যান ছানাউল্লাহ শিকদার বলেন রাতে ওমরাকান্দা হয়ে ভাটেরচর রাস্তা পর্যন্ত ছিনতাইকারী ও নেশাখোরদের আনাগোন থাকে ,রাতে পুলিশের টহল বাড়াতে হবে। উপজেলা নির্বাহী অফিসার শাহীন আক্তার সুমি বলেন, মাদক বিক্রেতা ও ক্রেতাদের মোবাইল কোর্টের আওতায় আনা হবে।