মো. হুমায়ুন কবির মানিক :–
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার ইউনিয়নের সাইকচাইল গ্রামের উত্তর পাড়ায় অবস্থিত মাকসুদ ভ্যারাইটিজ স্টোরে গত মঙ্গলবার রাত ১২টার দিকে হামলা চালিয়ে লুটপাট করেছে স্থানীয় সন্ত্রাসীরা। এ সময় ৩ জন মোটর সাইকেল আরোহী সন্ত্রাসী মাকসুদ স্টোরে ঢুকে ওই গ্রামের আবুল হাসেম পাটোয়ারীর ছেলে ও স্টোর ব্যবসায়ি মাকসুদুর রহমান (২৫) কে মেরে গুরুতর আহতাবস্থায় হাত-পা বেধে স্টোরের মূল্যবান মালামাল, নগদ টাকা লুটপাট করে নিয়ে যায়। পরদিন সকালে মাকসুদের দোকান খুলতে বিলম্ব দেখে স্থানীয় ও পরিবারের লোকজন উদ্বিগ্ন হয় এবং তারা তাকে কোথাও না পেয়ে দোকান খুলে হাত-পা বাধা অবস্থায় দেখতে পায়। পরে তাকে উদ্ধার করে লাকসামে একটি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় স্থানান্তর করা হয়। এ ঘটনায় নগদ ১ লক্ষ ৬০ টাকা, ৫টি মোবাইল সেট, ২২ হাজার টাকা লোডের বিকাশ সিমসহ ১টি সেট নিয়ে যায় বলে স্টোর ব্যবসায়ি ও তার নিকটজনদের দাবি। মাকসুদ আরো জানায়, মোবাইল ফোনের অপরিচিত নম্বরে অনেকদিন থেকে-ই ওই গ্রামের উঠতি বয়সী কিছু সন্ত্রাসী ও মাদকসেবীরা তাকে চাঁদার টাকার জন্য হুমকি-দমকি দিয়ে আসছে। এর সূত্র ধরে ঘটনাটি ঘটতে পারে বলে তিনি ও তার পরিবারের লোকজন জানিয়েছেন। এছাড়া গ্রামবাসী জানায়, ওই সন্ত্রাসী ও মাদকসেবীদের আস্ফালনে আতঙ্কিত তারা। গ্রামের নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় ওই সন্ত্রাসীদের গ্রেপ্তার দাবি এলাকাবাসীর।