ষ্টাফ রিপোর্টার :–
কুমিল্লায় গ্রামীণ উন্নয়ন সংস্থার কার্যকরি কমিটির ৭ম নির্বাচন বুধবার সংস্থার প্রধান কার্যালয় মাহিন ভবন, আড়াইওরায় অনুষ্ঠিত হয়েছে।সংস্থার অনুমোদিত গঠনতন্ত্রের নির্বাচন সংক্রান্ত ধারা রিটার্নিং অফিসার হিসাবে দ্বায়িত্ব পালন করেন সদর দক্ষিণ উপজেলার সমাজসেবা কর্মকর্তা জেড এম মিজানুর রহমান খান। এই নির্বাচনে ৭ টি পদের জন্য ৭ জনই মনোনয়ন পত্র দাখিল করেন। প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় গতকাল ২৯ এপ্রিল ভোটগ্রহণের দিনে রিটার্নিং অফিসার ৭ জন প্রার্থীদেরকে বিনা প্রতিদ্বন্ধিতায় তিন বছরের জন্য নির্বাচিত বলে ঘোষনা দেন।এতে সভাপতি পদে শামীমা আক্তার, সহ-সভাপতি তাছলিমা ইসলাম, সম্পাদক পদে সোলতান মোহাম্মদ ইউছুফ, সহ-সম্পাদক নাছিমা আক্তার, কোষাধ্যক্ষ খোরশেদা বেগম, কার্যনির্বাহী সদস্য মিরা রানী দে, কার্যনির্বাহী সদস্য প্রনতী রানী সাহা নির্বাচিত হন। এরপর সচিবালযের পক্ষ থেকে নব নির্বাচিত সদস্যদের পক্ষে সভাপতি শামীমা আক্তারকে ফুলের শুভেচ্ছা জনানো হয়। পরে নব নির্বাচিত সভাপতি শামীমা আক্তার তাঁকে পূণ:রায় নির্বাচিত করার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জানান এবং সংস্থার কার্যক্রম আরও সুন্দর ভাবে পরিচালনার জন্য সকলের সক্রিয় সহযোগিতা কামনা করেন। এরপর নির্বাচনী কার্যক্রমের উপর সন্তোষ প্রকাশ করে বক্তব্য রাখেন সংরাইশ সরকারি শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক হেলেনা নূর, জেলা সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার (রেজি:) মো: মিজানুর রহমান, আদর্শ সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফরিদা খানম, সাংবাদিক ওমর ফারুকী তাপস, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক ফরিদ উদ্দিন আহমেদ। একইসাথে সংস্থার সাবেক সভাপতি অধ্যাপক তাহমিনা আক্তার ও আলহাজ্ব মো: জহিরুল হক বক্তব্য রাখেন।